বাংলাদেশ-ভারত চুক্তিগুলো পারস্পরিক নিরাপত্তা ও বাণিজ্যের ভিত্তি: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তিগুলোকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও বাণিজ্যের অন্যতম ভিত্তি হিসেবে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসাথে, এসব চুক্তির প্রতি বাংলাদেশ সরকারের যথাযথ শ্রদ্ধাবোধ বজায় রাখার আশা প্রকাশ করেছেন তারা।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবির মহাপরিচালক পর্যায়ের বৈঠক সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আশা করি, পারস্পরিক সব চুক্তির প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে, কারণ এগুলো দুই দেশের সম্পর্কের ভিত্তি।” তিনি আরো বলেন, “দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তি তৈরি করা সব চুক্তির প্রতি সম্মান রাখা হবে বলে আশা করি।”
সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে কিছু চুক্তি ‘অসম’ বলে মন্তব্য করা বাংলাদেশের অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কথা উল্লেখ করে রণধীর বলেন, আগামী ১৭-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, “এই চুক্তিগুলো ভারত ও বাংলাদেশের সীমান্তে পারস্পরিক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরিতে সহায়তা করছে।”
এছাড়া, পাকিস্তানি সামরিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, “আমরা আমাদের আশেপাশের সবগুলো বিষয়ে কড়া নজর রাখি এবং যথাযথ ব্যবস্থা নিই।”
আপনার মতামত লিখুন