বিয়ে নিয়ে কথা বলেছেন সারজিস।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি বিয়ে করেছেন। প্রথমে তার বিয়ের স্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, তিনি বরগুনায় বিয়ে করেছেন। এরপর বিয়ে নিয়ে নিজেই বক্তব্য দেন সারজিস আলম।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানিয়ে দেন, গত শুক্রবার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মসজিদে বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে একটি ছোট পরিসরে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তিনি আরও লিখেন, যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ে হওয়ায় কাছের অনেক শুভাকাঙ্ক্ষীকে জানাতে পারেননি, এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান।
এর আগে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ৩১ জানুয়ারি ফেসবুকে সারজিসের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। এরপরই বরগুনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক মাধ্যমে পোস্ট করতে থাকেন, যে সারজিসের বিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. লুৎফর রহমানের বড় মেয়ে রাইতার সঙ্গে হয়েছে। রাইতা একজন কোরআনে হাফেজা। মো. লুৎফর রহমান বরগুনার বাসিন্দা হলেও পেশাগত কারণে ঢাকায় বসবাস করছেন।
আপনার মতামত লিখুন