বৈষম্যবিরোধী কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন ছাত্রদলের ৬ কর্মী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন ৬ ছাত্রদল কর্মী। শনিবার (১ ফেব্রুয়ারি) তারা লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন কাওসার হাসান মিয়াদ, আহসান উল্লাহ হৃদয়, রিসাদুল আলম প্রিন্স, তানজিনা ইমি, সাদিয়া জাহান মিম, এবং মেহেদী হাসান চঞ্চল।
তারা জানান, জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তারা ছাত্রদল নেতাদের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন এবং জাতীয়তাবাদের চেতনায় এই আন্দোলনে অংশগ্রহণ করেন। তবে গত ২৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটি ঘোষণা করা হলে, তাদের সঙ্গে কোনো পূর্ববর্তী আলোচনা ছাড়াই তাদের কমিটির বিভিন্ন পদে নিয়োগ করা হয়।
তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকলেও, নতুন কমিটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং এ জন্য তারা পদত্যাগ করেছেন। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন জানান, দলের নির্দেশনায় তারা ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছিলেন, তবে তাদের অজ্ঞাতসারে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার জন্য তারা পদত্যাগ করেছেন।
আপনার মতামত লিখুন