মাদুরোর সঙ্গে বৈঠকের পর ছয় মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর, দেশটির বন্দি থাকা ছয় মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছেন। ৩১ জানুয়ারি মুক্তি পাওয়া এসব বন্দি যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। রিচার্ড গ্রেনেল, ট্রাম্পের প্রতিনিধির সাথে মুক্ত বন্দিরা হাসিমুখে ছবি তুলেছেন। গ্রেনেল এক্সে পোস্ট করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলে তাদের মুক্তি পেতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পও তাকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন। এর পাশাপাশি, মাদুরো ওয়াশিংটনের সাথে নতুন সম্পর্কের সূচনা আহ্বান করেছেন।
আপনার মতামত লিখুন