লিবিয়ার উপকূলে ২০টি মরদেহ ভেসে এসেছে, ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশি।

লিবিয়ার ভূমধ্যসাগর তীরবর্তী একটি এলাকা থেকে ২০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এই তথ্য লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জানা গেছে।
গত বৃহস্পতিবার, দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায় যে, লিবিয়ার পূর্বাঞ্চলের ব্রেগা তীর থেকে গত দুদিনে একাধিক অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর মরদেহগুলো ব্রেগা তীরে ভেসে আসে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, তবে এখনও বিষয়টি নিশ্চিত করা যায়নি। দূতাবাস এই তথ্য যাচাই করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
আজ শনিবার, দূতাবাস জানায়, মরদেহগুলোর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা অনুযায়ী, তারা বাংলাদেশি নাগরিক হতে পারে। একই সঙ্গে জানানো হয়, মরদেহগুলো উদ্ধার স্থান থেকে দূতাবাস এখনও পৌঁছাতে পারেনি এবং মরদেহগুলোর সঙ্গে কোনো জাতীয়তার নথিপত্র পাওয়া যায়নি। এ কারণে, মরদেহগুলো ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়া এলাকায় সমাহিত করা হয়েছে।
লিবিয়া অবৈধভাবে ইউরোপে প্রবেশের জন্য একটি প্রধান পথ, যেখানে অভিবাসনপ্রত্যাশীরা ছোট নৌকা ব্যবহার করে, যেগুলোর ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকে। প্রতিবছর অনেকেই এই পথ ধরে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারান।
আপনার মতামত লিখুন