শিল্পকলার ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে দেওয়া হলো
 
                                                                    রাজধানীর শিল্পকলার ভেতর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাতের এক ঘটনায়, স্প্রে পেন্ট ব্যবহার করে নাম মুছে দেওয়া হয়। এ সময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে এক সেনা কর্মকর্তার ধস্তাধস্তি ঘটে। শুক্রবার এই বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় সাত মাস পরেও শিল্পকলার ভেতরে পাঁচটি ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে দেওয়া হয়নি। বৃহস্পতিবার রাতে বিভিন্ন অনুষ্ঠান চলছিল সেখানে, যা ছাত্র-জনতার দৃষ্টি আকর্ষণ করে। এর পর, তারা তৎক্ষণাৎ স্প্রে পেন্ট এনে এই নামগুলো মুছে ফেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তীতে একজন সেনা কর্মকর্তা এসে অতর্কিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা করতে চেষ্টা করেন। তিনি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ফারদিন হাসানকে, তবে উপস্থিত মুখপাত্র উমামা ফাতিমা ও মিডিয়া সেলের সম্পাদক মাশনুন তাকে বাধা দেন এবং সেনা কর্মকর্তার কাছে হাত তোলার কারণ জানতে চান।
সেই সময়, সংগঠনের সদস্যসচিব আরিফ সোহেল সেখানে এসে সেনা কর্মকর্তাকে শান্ত করতে চেষ্টা করেন। তবে, প্রথমে উত্তেজিত হলেও পরে ছাত্র-জনতার চাপে সেনা কর্মকর্তা নমনীয় হতে বাধ্য হন। পরিস্থিতি শান্ত করতে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদ উপস্থিত হন এবং আশ্বাস দেন যে পরের দিনই সব নামফলক ভেঙে ফেলা হবে। এরপর, আরিফ সোহেল নিজ হাতে আরও একবার স্প্রে করেন এবং ছাত্র-জনতা স্থান ত্যাগ করে।


 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মতামত লিখুন