শেখ হাসিনার পতনের পর ভাইরাল মাফলার, ৮৬,৬০০ টাকায় বিক্রির ঘোষণা প্রেস সচিবের

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি তার ভাইরাল হওয়া মাফলারটি বিক্রির ঘোষণা দিয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, বারবেরি ব্র্যান্ডের এই মাফলারটির প্রকৃত মূল্য ৮৬,৬০০ টাকা এবং সেটি এই দামেই বিক্রি করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, যে কেউ এই মূল্যে মাফলারটি কিনতে পারবেন, তবে আওয়ামী লীগের সমর্থকরা যদি এটি কিনতে চান, তাহলে তাদের ৮৬,৬০০ ডলার পরিশোধ করতে হবে। এ অর্থ ‘অভয়ারণ্য – বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এ দান করা হবে। ক্রেতার পরিচয় গোপন রাখা হবে এবং মাফলারটি দুইবার ধুয়ে তার হাতে তুলে দেওয়া হবে।
শফিকুল আলমের এই মাফলারটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। অনেকে দাবি করেন, এটি সরকারের টাকা দিয়ে কেনা হয়েছে এবং এর দাম অস্বাভাবিকভাবে বেশি। তবে প্রেস সচিব নিজেই ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেন, কেউ যদি ৬০০ টাকাও দেয়, তাহলে তিনি সেটি বিক্রি করে বঙ্গবাজার থেকে দুটি নতুন মাফলার কিনবেন।
তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, শেখ হাসিনার পতনের আগেই তিনি এ মাফলার পরতেন। ২০২4 সালের ৩ এপ্রিল, রাজনৈতিক জীবনে প্রবেশের আগমুহূর্তে তিনি মাফলার পরে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “রাজনীতিতে যোগ দেওয়ার ঠিক আগ মুহূর্তে!! আমি বুয়েটিয়ান না!! রাজনীতি করতে আমার কোনো বাধা নেই।”
আপনার মতামত লিখুন