শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার

সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ ভিডিও পোস্ট করে আনুষ্ঠানিকভাবে তার পরবর্তী গন্তব্যের কথা জানিয়েছেন নেইমার। সৌদি ক্লাব আল হিলাল ছাড়ার পর ব্রাজিলিয়ান এই তারকা নিশ্চিত করেছেন, তিনি এখন ফিরছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। ভিডিওতে নেইমার তার ফুটবল জীবন শুরু করার দিনগুলোর কথা স্মরণ করেছেন, সান্তোসের হয়ে বার্সেলোনা, পিএসজি এবং আল হিলাল পর্বের পরে এবার আবারো সান্তোসে ফিরে আসার অনুভূতি শেয়ার করেছেন।
নেইমারের সঙ্গে সাক্ষাৎ করা কিশোরটির চোখে যেন স্বপ্নের আভাস। ১১ বছর বয়সে সান্তোসে এসে, ৬ বছর পর পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। তার অসামান্য ফুটবল দক্ষতা তাকে বিশ্ব মঞ্চে তুলে এনে ব্রাজিল জাতীয় দলের সদস্যও বানিয়েছিল। ২০১৩ সালে শৈশবের ক্লাব সান্তোস ছেড়ে স্পেনে বার্সেলোনায় যোগ দেন নেইমার। এরপর পিএসজি ও আল হিলাল পর্বেও সময় কাটানোর পর, অবশেষে ফের ফিরে আসছেন সান্তোসে।
এ বিষয়ে আবেগময় একটি ভিডিও পোস্টে নেইমার জানান, “মনে হচ্ছে আমি যেন সেই সময়ে ফিরে যাচ্ছি।” তিনি সান্তোসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, আগামী বিশ্বকাপের জন্য জাতীয় দলে ফেরার প্রস্তুতি নিতে নিয়মিত খেলা অত্যন্ত জরুরি। সান্তোস তাকে সেই ভালোবাসা দেবে যা তার ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে।
সান্তোসে ফিরে আসার পর ব্রাজিলের শীর্ষ ফুটবল ক্লাবটি তাদের সমর্থকদের সামনে নেইমারকে উপস্থাপন করবে। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে স্থানীয় সংগীতশিল্পীদের নিয়ে একটি কনসার্টের আয়োজন করা হবে এবং সেখানে নেইমারকে স্বাগত জানানো হবে।
নেইমার সৌদি আরবে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তবে তার সামনে এখন নতুন চ্যালেঞ্জ। জাতীয় দলে ফিরতে নিয়মিত ম্যাচ খেলা তার জন্য অপরিহার্য, এবং সান্তোসে ফিরে তিনি সেই সুযোগ পেতে চান।
আপনার মতামত লিখুন