সরকারে থেকে দল করা যাবে না, অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন সেলিমা রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৭ অপরাহ্ণ
সরকারে থেকে দল করা যাবে না, অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সরকারকে সতর্ক করে বলেছেন, ক্ষমতায় থেকে দলীয় রাজনীতি করা সম্ভব নয় এবং বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে সংযত হতে হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক নাগরিক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ড. ইউনূস আজ অন্তর্বর্তী সরকারের প্রধান, তার সম্মান বিশ্বজুড়ে। কিন্তু উপদেষ্টারা যখন নিজেদের কৃতিত্ব জাহির করতে গিয়ে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের মতো কথা বলেন, তখন তা দুঃখজনক। মনে রাখতে হবে, একক ক্ষমতার দম্ভ থেকেই শেখ হাসিনার পতন ঘটেছে।”

ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “নতুন প্রজন্ম দেশের ভবিষ্যৎ, তারা ভাষা আন্দোলন, গণআন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। কিন্তু অতীতে তাদের মধ্যে ক্ষমতার লোভ ছিল না। আজ যারা সরকারে থেকে দলীয় রাজনীতি করতে চান, তারা ভুল করছেন।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়-কলেজে বিক্ষোভ বাড়ছে, নিত্যপণ্যের দাম লাগামছাড়া, রাস্তায় অসন্তোষ স্পষ্ট। সরকারকে এসব বিষয় গুরুত্ব দিতে হবে।” অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সংস্কার করুন, আপনাদের যৌক্তিক সময় দেওয়া হবে, তবে সীমা অতিক্রম করবেন না।”