ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ণ

ইউক্রেনের আবাসিক ভবন ও জ্বালানি স্থাপনায় রাশিয়ার ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) আল জাজিরার রিপোর্টে জানানো হয়েছে, শনিবার রাশিয়া ১২৩টি ড্রোন ও ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইউক্রেনের বিমান বাহিনী ৫৬টি ড্রোন ভূপাতিত এবং ৬১টির গতিপথ পরিবর্তন করার দাবি করেছে, তবে ক্ষেপণাস্ত্র প্রতিহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি।
রাশিয়ার হামলায় পোলতভায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যাতে ৮ জন নিহত হয়, তাদের মধ্যে একজন শিশু। আহত হয়েছেন ১৭ জন। খারকিভ, সুমি, ওডেশা, কিয়েভ, খামেলনিতস্কি ও জাপোরিঝিয়া অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী ইউক্রেনের গ্যাস ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে এবং ২৪ ঘণ্টায় ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
আপনার মতামত লিখুন