ইজতেমার সমাপনী মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০১ পূর্বাহ্ণ
ইজতেমার সমাপনী মোনাজাত

ইজতেমার আখেরি মোনাজাত হচ্ছে সেই সমাপনী দোয়া, যা তুরাগতীরের টঙ্গী ময়দানে ইজতেমার শেষ দিনে সম্মিলিতভাবে করা হয়। “আখেরি” মানে শেষ এবং “মোনাজাত” মানে দোয়া বা প্রার্থনা, তাই আখেরি মোনাজাত অর্থ হল ইজতেমার সমাপ্তির দোয়া।

ইজতেমায় তিন দিন ধরে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়, যার মধ্যে আখেরি মোনাজাত দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা ইসলাম ধর্মের বিভিন্ন দিক শিখতে পারেন।

ইজতেমার পর, অংশগ্রহণকারী জামাতগুলো দেশে বিভিন্ন অঞ্চলে দ্বীনের দাওয়াত নিয়ে বের হয়ে যায়, আর তাদের যাত্রার পূর্বে এক নির্দেশনামূলক বয়ান—যাকে “হেদায়েতি বয়ান” বলা হয়—দেয়া হয়। এরপর বিশেষ মোনাজাত করা হয়, যা ইজতেমার সমাপ্তি ঘোষণা করে।

“ইজতেমা” শব্দটি আরবি ভাষার, যার অর্থ হলো ধর্মীয় কাজের জন্য একত্রিত হওয়া। বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেন, যা এটিকে একটি আন্তর্জাতিক সম্মেলন হিসেবে প্রতিষ্ঠিত করে।