এলপি গ্যাসের দামের বিষয় আজই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২১ পূর্বাহ্ণ
এলপি গ্যাসের দামের বিষয় আজই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম রোববার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি অনুযায়ী, ভোক্তা পর্যায়ের বেসরকারি এলপিজি দাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বিকাল ৩টায়। গত মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল, তবে ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১,৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। অটোগ্যাসের দামেও কিছু পরিবর্তন হয়েছিল জানুয়ারিতে। ২০২৪ সালে ৪ দফা দাম কমানো হলেও, ৭ দফা বাড়ানো হয়েছে, আর ফেব্রুয়ারিতে দাম অপরিবর্তিত রাখা হয়েছে।