কানাডা, মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪২ পূর্বাহ্ণ

কানাডা, মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বলেছেন, তাঁর দেশ শুল্ক আরোপসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে পাল্টা ব্যবস্থা নেবে। তিনি যুক্তরাষ্ট্রের মাদক পাচারকারী গোষ্ঠী সম্পর্কিত অভিযোগকেও অস্বীকার করেছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেছেন, ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। প্রথমে ৩০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে, পরে বাকি পণ্যের ওপর তা কার্যকর করা হবে।
এদিকে, ট্রাম্প শনিবার চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক বাড়ানোর আদেশ দিয়েছেন, যা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন