গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হচ্ছে সোমবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হচ্ছে সোমবার

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা সোমবার শুরু হবে, যা পরিচালনা করবেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। নেতানিয়াহু আজ রাতে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করবেন, যেখানে আগামী মাসে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করবেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, এই বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হবে এবং উইটকফ মিসর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, যাদের মাধ্যমে হামাসের সঙ্গে আলোচনা চলবে।

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস ইসরায়েলি ভূখণ্ডে সহস্রাধিক রকেট হামলা চালায়, যার ফলে বহু ইসরায়েলি নিহত হয় এবং অনেক বেসামরিককে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়া হিসেবে, গাজার ওপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৪৭ হাজারেরও বেশি গাজাবাসী নিহত হন এবং এক লাখেরও বেশি আহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক। এক বছরেরও বেশি সময় পর, বিশ্বজুড়ে চাপ সৃষ্টি হওয়ার পর, এই মাসে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।