ছাত্র অধিকার পরিষদ ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এবং ছয়টি দাবি পূরণের জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রতিবাদ জানিয়েছে। দাবি না মানলে ছাত্র-জনতাকে নিয়ে সচিবালয় ঘেরাও করার হুমকি দেওয়া হয়েছে।
রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এই দাবি পেশ করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। ছয়টি দাবি হলো: ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ করা, প্রশাসন ও ব্যবসা ক্ষেত্রে আওয়ামী লীগের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, গণ-অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসা প্রদান, ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন, গণ-অভ্যুত্থানের সব অংশগ্রহণকারীকে নিয়ে জাতীয় সরকার গঠন এবং অভ্যুত্থানে অংশ নেওয়া সকল ব্যক্তি ও সংগঠনকে স্বীকৃতি দেওয়া।
বিন ইয়ামিন মোল্লা সংবাদ সম্মেলনে বলেন, যেই দল ও প্রশাসন দেশের জনগণকে অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যারা জীবন দিয়ে প্রতিবাদ করেছেন, তাদের পক্ষে কোনো কাজ সরকার করছে না। এ সময়, ৬ ফেব্রুয়ারির গণ-অভ্যুত্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা।
আপনার মতামত লিখুন