জুলাই অভ্যুত্থানে আহতরা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছান।

পুলিশের ব্যারিকেড ভেঙে, মধ্যরাতে, রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পৌঁছান জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা। তাঁরা সেখানে ক্ষোভ প্রদর্শন করছেন। তাদের শান্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ রাতে উপস্থিত হন। তবে আন্দোলনকারীদের চিৎকার ও হট্টগোলের কারণে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না। জুলাই অভ্যুত্থানে আহতরা শনিবার থেকে সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিক্ষোভ করছেন। রোববার তাঁরা রাজধানীর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করেন। সন্ধ্যায় সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন। শাহবাগে পুলিশের ব্যারিকেডে আটকা পড়ে, পরে তারা সেখানে বসে বিক্ষোভ শুরু করেন। রাত পৌনে ১২টার দিকে ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে এগিয়ে যান। সেখানেই হাসনাত আবদুল্লাহ উপস্থিত হন এবং বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু চিৎকারের মধ্যে তিনি কথা বলতে পারছিলেন না।
আন্দোলনকারীদের একজন, আমিনুল ইসলাম, যিনি মালিবাগে গুলিবিদ্ধ হন, বলেন যে দাবি না মানা হলে তারা অবস্থান চালিয়ে যাবেন। তিনি অভিযোগ করেন যে, সরকারের কোনো কর্মকর্তা তাদের সঙ্গে দেখা করেননি এবং সহানুভূতি দেখাননি, অথচ এই সরকারের প্রতিষ্ঠা হয়েছে জুলাই আন্দোলনের রক্তের ওপর।
হাসনাত আবদুল্লাহ রাতে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন যে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের দাবি পূরণ হচ্ছে না। তিনি আরও বলেন, রাজনীতি করার চেষ্টা হচ্ছে এবং তাঁদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কাজ চলছে। শনিবার সন্ধ্যায় আন্দোলন শুরু হওয়ার পর, রোববার দুপুরের দিকে, তারা সচিবালয়ের দিকে পদযাত্রা করার ঘোষণা দেন, কিন্তু বিকেলে সিদ্ধান্ত বদলে তারা শিশুমেলা মোড়েই অবস্থান নেন।
আপনার মতামত লিখুন