টিআইএন থাকলেও রিটার্ন দাখিল না করা ব্যবসায়ীদের বিরুদ্ধে নোটিশের প্রস্তুতি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, যেসব ব্যবসায়ী ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকার পরও দীর্ঘদিন ধরে আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের শিগগিরই নোটিশ পাঠানো হবে। তিনি রোববার (২ ফেব্রুয়ারি) বণিক বার্তার আয়োজিত ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক পলিসি কনক্লেভে এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, যেহেতু এসব ব্যবসায়ী এখনও কোনো সমস্যায় পড়ছেন না, এখন এনফোর্সমেন্ট কার্যক্রম শুরু করা হবে। তিনি ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্যাট চালান না দেওয়ার অভিযোগও করেন এবং জানান, আইন প্রয়োগ না হওয়ায় দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে অনেকেই আইন মানেন না।
এসময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এএইচএম আহসানসহ অনেক বিশেষজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন