ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার সোমালিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর এক জ্যেষ্ঠ সদস্যসহ বেশ কয়েকজন সন্ত্রাসীর ওপর বিমান হামলার নির্দেশ দিয়েছেন। হামলার উদ্দেশ্য ছিল সন্ত্রাসীদের গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও মিত্রদের ওপর আক্রমণ করার চেষ্টাকে ব্যর্থ করা। ট্রাম্প দাবি করেছেন, এই হামলায় গৃহবন্দি সন্ত্রাসীরা ধ্বংস হয়েছে, তবে বেসামরিকদের কোনো ক্ষতি হয়নি।
সোমালিয়ার উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় এই হামলা চালানো হয় এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। আইএস সোমালিয়ায় ২০১৫ সালে আল-শাবাব গোষ্ঠী থেকে বেরিয়ে গিয়ে শাখা প্রতিষ্ঠা করে।
আপনার মতামত লিখুন