তিতুমীর শিক্ষার্থীরা রেলপথ ও সড়ক অবরোধের হুমকি দিয়েছে।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন, তবে এবার রেলপথও অবরোধ করবেন তারা। রবিবার রাত ১১টার দিকে তিতুমীর কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে তারা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী, সোমবার তারা মহাখালী রেলক্রসিং, আমতলী মোড় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মহাখালী-গুলশান সড়ক এবং গুলশান লিংক রোডে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ১১ ঘণ্টা অবরোধ করবেন।
শিক্ষার্থীরা জানান, অনশন ও বিক্ষোভের পর ২৯ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ১ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের দাবি বিশেষভাবে বিবেচনা হবে। তবে পরে শিক্ষা উপদেষ্টা মন্তব্য করেন যে, তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা সম্ভব নয় এবং তাদের দাবি অযৌক্তিক বলে অভিহিত করেন। শিক্ষার্থীরা এই অবস্থানকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মনে করছেন।
এর আগে, রোববার সন্ধ্যায় শিক্ষা উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এবং প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন। এরপর মিছিল নিয়ে তারা ক্যাম্পাসে ফিরে যান। এর আগেও বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, যেমন ২৮ জানুয়ারি অনশন, ২৯ জানুয়ারি গণঅনশন, এবং গুলশান-মহাখালী সড়কে অবরোধ।
আপনার মতামত লিখুন