নেইমারের সান্তোসে ফিরে আসা: আবেগপূর্ণ মুহূর্ত
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ

নেইমার জুনিয়র শুক্রবার (৩১ জানুয়ারি) দীর্ঘ এক দশক পর ফিরে এলেন তার শেকড়ে—সান্তোসে। সাও পাওলো শহর বৃষ্টিতে ভিজে যায়, আর ভিলা বেলমিরো স্টেডিয়ামে তাকে দেখতে হাজির হন ২০ হাজার সমর্থক।
নেইমারের আগমন উপলক্ষে স্টেডিয়ামে আয়োজন করা হয় কনসার্ট, এবং বিশাল স্ক্রিনে লেখা দেখা যায়—‘রাজপুত্র ফিরে এসেছেন’। মাঠে পা রাখতেই আবেগে ভাসেন নেইমার, চুমু খান সেই প্রিয় গালিচায়।
সান্তোস প্রেসিডেন্ট নেইমারের হাতে তুলে দেন পেলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি। নেইমার বলেন, “এই পবিত্র জার্সি পরাটা সম্মানের।” তিনি সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন, আর তার এই ফিরে আসা ফুটবল ইতিহাসে একটি আবেগপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন