বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ণ

তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শুরুর কিছু সময় আগে ৭৫ বছর বয়সী হাজী আব্দুর গফুর মারা যান। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা ছিলেন। জানাজা আখেরি মোনাজাত শেষে অনুষ্ঠিত হবে।
এদিকে, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে ৯টা ৩৬ মিনিটে শেষ হয়। মোনাজাতে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।
আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে রাজধানী ঢাকা থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ ছিল। মোনাজাত শেষে সড়কগুলো আবার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন