মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় আসরে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় আসরে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সে জয়লাভ। রবিবারের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে আটকে রেখে ৯ উইকেটের দাপুটে জয় পায় ভারত।
মালয়েশিয়ার বেমাস ওভালে দক্ষিণ আফ্রিকার ৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই উজ্জ্বল পারফরম্যান্স দেখায়। উদ্বোধনী জুটিতে ৩৬ রান যোগ করার পর, দ্বিতীয় উইকেটে গনগাদি তৃষা ও সানিকা চালকের দুর্দান্ত জুটিতে ভারত শিরোপার স্বাদ নেয়। তৃষা ৩৩ বলে ৮ চারের সাহায্যে ৪৪ রান এবং চালক ২২ বলে ৪টি চারের মাধ্যমে ২৬ রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেটটি নেন কেয়লা রেয়নে। এর আগে, দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। তৃষা ও পারুনিকা সিসোদিয়ার ঘূর্ণিতে তারা পরাস্ত হয়। দলের হয়ে মিয়েকে ফন ফর্স্ট সর্বোচ্চ ২৩ রান করেন।
ভারতের পক্ষে তৃষা ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট এবং পারুনিকা ৪ ওভারে ৬ রানে ২ উইকেট নেন। আয়ুশি শুকলা ও বৈষ্ণব শর্মাও ২টি করে উইকেট নেন।
আপনার মতামত লিখুন