যশোরে বায়ুদূষণ আশঙ্কাজনক পর্যায়ে, কঠোর অবস্থানে পরিবেশ অধিদপ্তর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০০ অপরাহ্ণ
যশোরে বায়ুদূষণ আশঙ্কাজনক পর্যায়ে, কঠোর অবস্থানে পরিবেশ অধিদপ্তর

যশোরে অবৈধ ইটভাটাসহ বিভিন্ন কারণে বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। পরিবেশ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় বায়ুর গুণমান ২৫৮ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার, যা সহনশীল মাত্রার অনেক বেশি। অবৈধ ইটভাটাই মূলত এই দূষণের জন্য দায়ী। জেলার ১৪৬টি ইটভাটার মধ্যে মাত্র ৩০টি বৈধ, বাকি সব অবৈধ।

পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে কয়েকটি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২০১৯ সালের সংশোধিত আইন অনুযায়ী, বিশেষ স্থান ও সরকারি বনাঞ্চলের কাছাকাছি ইটভাটা স্থাপন নিষিদ্ধ।

যশোরের পরিবেশ অধিদপ্তর তিন মাস আগে থেকে অভিযানে নেমেছে এবং গত জানুয়ারিতে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যদিও, স্থানীয় জনতার বাধার কারণে কিছু অভিযান সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তবে, সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন।