শচীন টেন্ডুলকর পেলেন নাইডু অ্যাওয়ার্ড, আজীবন সম্মাননা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩০ পূর্বাহ্ণ
শচীন টেন্ডুলকর পেলেন নাইডু অ্যাওয়ার্ড, আজীবন সম্মাননা।

ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য শচীন টেন্ডুলকার পেলেন সি. কে. নাইডু অ্যাওয়ার্ড, যা বিসিসিআইয়ের সর্বোচ্চ সম্মাননা। শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শচীনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ২৪ বছরের ক্যারিয়ারে ৩৪ হাজারের বেশি রান করা শচীন একমাত্র ভারতীয় ক্রিকেটার, যিনি এ পুরস্কার পেলেন। গত বছর এটি পেয়েছিলেন রবি শাস্ত্রী ও ফারুক ইঞ্জিনিয়ার।

এছাড়া, জাসপ্রিত বুমরাহ পেয়েছেন পলি উমরিগর অ্যাওয়ার্ড, যা অসামান্য পারফরম্যান্সের জন্য দেওয়া হয়। স্মৃতি মান্ধানা পেয়েছেন সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার। রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার।