শচীন টেন্ডুলকার পেলেন বিসিসিআইয়ের আজীবন সম্মাননা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৯ অপরাহ্ণ
শচীন টেন্ডুলকার পেলেন বিসিসিআইয়ের আজীবন সম্মাননা

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শনিবার মুম্বাইয়ে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে তার অসাধারণ ক্যারিয়ারের জন্য “কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড” প্রদান করে। ৫১ বছর বয়সী শচীন এ পুরস্কার লাভ করেন ৩১তম ক্রিকেটার হিসেবে। ১৯৯৪ সালে সিকে নাইডুর নামে এই পুরস্কার চালু হয়।

বিসিসিআই-এর মিডিয়া বিবৃতিতে শচীনের ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের জন্য তার অর্জন ও অসাধারণ মাইলফলকগুলোকে স্বীকৃতি দেয়া হয়েছে। শচীন তার ব্যাট দিয়ে শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করেননি, পুরো জাতির আশা বহন করেছিলেন। তিনি ভারতীয় ক্রিকেটকে একটি বৈশ্বিক শক্তিতে পরিণত করেছেন।

শচীন ১৯৮৯ সালে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এবং ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার শেষ টেস্ট খেলার মাধ্যমে ক্যারিয়ার শেষ করেন। তার নামেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির কীর্তি—টেস্টে ৫১ এবং ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি।

এছাড়া, ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় পুরস্কার লাভ করেন ভারতের পেসার যশপ্রীত বুমরা এবং মেয়েদের ক্রিকেটে একই পুরস্কার পান ব্যাটার স্মৃতি মান্ধানা। ২০২৩-২৪ মৌসুমে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান করার জন্যও পুরস্কৃত হন মান্ধানা।