শেফিল্ড ইউনাইটেডে দুর্দান্ত অভিষেক, ম্যাচসেরা হলেন হামজা চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
শেফিল্ড ইউনাইটেডে দুর্দান্ত অভিষেক, ম্যাচসেরা হলেন হামজা চৌধুরী

শেফিল্ড ইউনাইটেডের হয়ে প্রথমবার মাঠে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। ডার্বি কাউন্টির বিপক্ষে ১-০ গোলে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ম্যাচসেরার স্বীকৃতিও পেলেন তিনি।

শুক্রবার প্রাইড পার্ক স্টেডিয়ামে ম্যাচের ৪৯তম মিনিটে শেফিল্ডের হয়ে একমাত্র গোলটি করেন বেন ব্রেন্টন দিয়াজ। এই জয়ে দলটি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে অবস্থান ধরে রেখেছে, যা প্রিমিয়ার লিগে সরাসরি উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ।

লেস্টার সিটিতে নিয়মিত খেলার সুযোগ না পেলেও, ধারে শেফিল্ডে যোগ দিয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হামজা। ৯০ মিনিট মাঠে থেকে রক্ষণ সামলানোসহ বল দখলে রাখা ও সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ম্যাচে ৬১ বার বল স্পর্শ, ১০০% ড্রিবল সফলতা, ৮০% পাস সঠিকতা, ৪টি লম্বা পাস সফলসহ একাধিক রক্ষণাত্মক অবদান রাখেন তিনি।

শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচনের জন্য ভোট নেওয়া হলে ৭০.৫০% সমর্থক হামজার পক্ষেই ভোট দেন। গুগল ইউজার্স রেটিংয়েও তিনি ৫-এর মধ্যে ৪.৬ স্কোর পেয়েছেন, যা ম্যাচের সর্বোচ্চ।

৩০ ম্যাচ শেষে শেফিল্ডের সংগ্রহ ৬১ পয়েন্ট, শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩। দলটির পরবর্তী ম্যাচ আগামী শনিবার পোর্টসমাউথের বিপক্ষে অনুষ্ঠিত হবে।