সিনিয়রদের বিদ্রোহে নিরুত্তাপ কোচ বাটলার, তরুণদের নিয়ে আশাবাদী

জাতীয় নারী ফুটবল দলের সিনিয়র খেলোয়াড়দের বিদ্রোহের মধ্যেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাত্র ১৩ জন ফুটবলার নিয়ে অনুশীলন করেছেন কোচ পিটার বাটলার। বিদ্রোহী ফুটবলারদের বিষয়ে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি। কোচের পদত্যাগের দাবি জানিয়ে সাবিনা-সানজিদারা গণ অবসরের হুমকি দিলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন ইংলিশ কোচ।
শনিবার (১ ফেব্রুয়ারি) অনুশীলনে উপস্থিত ছিলেন রিপা, আফিদা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।
বিদ্রোহী ফুটবলারদের প্রসঙ্গে জানতে চাইলে বাটলার বলেন, “এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তাদের নিয়ে আমার কোনো আগ্রহও নেই। আমি আমার দায়িত্ব পালন করছি এবং যারা এখানে অনুশীলনে এসেছে, তাদের নিয়েই কাজ করব।”
এদিকে, অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের নিয়ে আশাবাদী বাটলার। তার মতে, তরুণ খেলোয়াড়দের মধ্যেই জাতীয় দলের ভবিষ্যৎ লুকিয়ে আছে।
সিনিয়র ফুটবলারদের দলে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। তিনি বলেন, “আমরা চাই মেয়েরা ক্যাম্পে ফিরুক, অনুশীলন করুক ও খেলুক। এ নিয়ে আমরা কাজ করছি এবং তাদের রাজি করানোর চেষ্টা করছি।”
আপনার মতামত লিখুন