সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসআইএলের শীর্ষ নেতারা নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসআইএলের শীর্ষ নেতারা নিহত

মার্কিন বিমান বাহিনী সোমালিয়ার আইএসআইএল (আইসিস) গোপন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে, যা শনিবার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সম্পন্ন হয়। সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলের গোলিস পার্বত্যাঞ্চলে চালানো এই হামলায় জঙ্গি গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি হতাহত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সোমালিয়ায় আইএসআইএলের কার্যক্রম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যদিও আল কা-য়েদা সম্পর্কিত আল-শাবাব গোষ্ঠীর ব্যাপক উপস্থিতি রয়েছে। মার্কিন হামলা, যেখানে পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্সেস (পিএসএফ) ডিসেম্বর থেকেই আইএসআইএলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, গোষ্ঠীটির শীর্ষ নেতাদের নিহত হওয়ার খবর দিয়েছে। তবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

ট্রাম্প ট্রুথ সোশাল প্লাটফর্মে দাবি করেছেন যে, হামলায় কোনো সাধারণ নাগরিক নিহত হয়নি এবং সন্ত্রাসীদের পাহাড়ি গুহাগুলো ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এই হামলা আইএসআইএলের পরবর্তী হামলার সক্ষমতা কমিয়ে দেবে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মুহামুদ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তার সাহসী নেতৃত্বের প্রশংসা করেছেন।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও সোমালিয়ার যৌথ হামলার মধ্যে আইএসআইএল দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি চাঁদাবাজি এবং চোরাচালান করে তাদের কার্যক্রম পরিচালনা করছে।