সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের কয়েকজন নেতা নিহত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের কয়েকজন নেতা নিহত।

সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস)-এর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন। শনিবার, উত্তর সোমালিয়ার গোলিস পার্বত্য এলাকায় এই হামলা চালানো হয়, যা পুন্টল্যান্ড অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ হামলার আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি আইএসের এক জ্যেষ্ঠ পরিকল্পনাকারীসহ অন্যান্য সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। সোমালিয়ায় আইএসের উপস্থিতি তুলনামূলকভাবে কম হলেও, সম্প্রতি তারা নিজেদের তৎপরতা বাড়িয়েছে।

শুক্রবার রাতে পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্সেস (পিএসএফ) ওই এলাকায় অভিযান চালাচ্ছিল, যেখানে গোলিস পার্বত্য এলাকায় আইএস তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাইছিল। পুন্টল্যান্ড সরকার জানায়, হামলায় আইএসের শীর্ষ নেতাদের লক্ষ্য করা হয়েছিল এবং অভিযানটির দ্বিতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প হামলার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, সন্ত্রাসীরা যেসব গুহায় লুকিয়ে ছিল, সেগুলো ধ্বংস করা হয়েছে এবং কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি না করে বেশ কয়েকজন সন্ত্রাসী হত্যা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ বলেন, এই হামলা আইএসের সন্ত্রাসী কার্যক্রমে মারাত্মক আঘাত হেনেছে, ফলে তাদের পরিকল্পনা ও হামলার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।