হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের গোলাগুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৬ পূর্বাহ্ণ

রাজধানীর হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় ৫৫ বছর বয়সী রিকশাচালক জিলানী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উলন এলাকায় এ ঘটনা ঘটে, যখন জিলানী বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। গুলি তার তলপেটে লাগে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছে। জিলানীর মেয়ে শেফালী জানান, তার বাবা রিকশা চালান এবং গোলাগুলির সময় বাসার সামনে ছিলেন।
আপনার মতামত লিখুন