গ্র্যামি অ্যাওয়ার্ডসে কানিয়ে ওয়েস্ট এবং বিয়াঙ্কা সেনসোরির বিতর্কিত মুহূর্ত
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ

মার্কিন র্যাপার ও সঙ্গীত প্রযোজক কানিয়ে ওয়েস্ট আবারও বিতর্কে জড়ালেন তার সঙ্গী, অস্ট্রেলিয়ান মডেল বিয়াঙ্কা সেনসোরির সঙ্গে। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় তাদের উপস্থিতি নিয়ে তুমুল আলোচনা হয়।
ওয়েস্ট ও সেনসোরি রেড কার্পেটে আসতেই তাদের দিকে নজর পড়ে সাংবাদিক, চিত্রগ্রাহক ও দর্শকদের। চিত্রগ্রাহকদের ফ্ল্যাশের আলো পড়তেই সেনসোরি তার কালো পশমের কোট খুলে ফেলেন, এবং তার নিচে আর কোনো পোশাক ছিল না। কিছুক্ষণ পর তিনি ক্যামেরার বিপরীত দিকে ঘুরে দাঁড়ান, তবে পরে ক্যামেরার দিকে ফিরে দাঁড়ান। সেনসোরি একাই ক্যামেরার সামনে পোজ দেওয়ার পর, ওয়েস্ট ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষীরা এসে তাদেরকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। পরে তারা নিজেদের গাড়িতে চলে যান।
আপনার মতামত লিখুন