চঞ্চল চৌধুরী: “বিশেষ কাজ ছাড়া কাজের সংখ্যা বাড়ানোর ইচ্ছা নেই”

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ণ
চঞ্চল চৌধুরী: “বিশেষ কাজ ছাড়া কাজের সংখ্যা বাড়ানোর ইচ্ছা নেই”

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, শুটিংয়ে তিনি আগের তুলনায় অনেক কম সময় দিচ্ছেন। শুটিংয়ে কাজ করার পরিমাণ কম হলেও ঈদের নাটকে অংশ নিয়েছেন। সম্প্রতি আনন্দবাজার পত্রিকার সাথে সাক্ষাৎকারে চঞ্চল তার ব্যস্ততা এবং কাজের পরিস্থিতি নিয়ে কথা বলেন।

চঞ্চল জানান, ‘ইদানীং শুটিং খুবই কম করি, মাঝে মধ‍্যে।’ তিনি আরও বলেন, বাংলাদেশে বিনোদন শিল্পে বর্তমানে মন্দা চলছে, তাই আগের তুলনায় কাজের পরিমাণ কমেছে। তিনি বলেন, ‘এখন বিশেষ কাজ ছাড়া করতেও ইচ্ছে করে না। শুধু শুধু কাজের সংখ্যা বাড়ানোর ইচ্ছে নেই।’

এছাড়া, চঞ্চলের প্রিয় বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শাহনাজ খুশি এই নাটকে তার সাথে অভিনয় করার কথা ছিল, কিন্তু দুর্ঘটনার কারণে শুটিং শুরু হওয়ার আগেই তিনি আহত হন।