জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের আমৃত্যু গণঅনশনে বসেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে তারা নতুন প্রশাসনিক ভবনের সামনে এই গণঅনশনের ঘোষণা দেন।
অনশনকারীরা জানান, তারা সরকারের পক্ষ থেকে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের দাবি জানাচ্ছেন, এবং তাদের আন্দোলন জাকসু নির্বাচনের সাথে সম্পর্কিত। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সময় জাকসু নির্বাচনকে বানচাল করতে চায়। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান প্রশাসন থেকে আশ্বাস দিলেও আন্দোলনকারীরা বলেন, এটি প্রহসনমূলক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, তারা এই বিষয়ে একটি কমিটি গঠন করেছেন এবং রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে, তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবারও অনশনে বসেছেন।
আপনার মতামত লিখুন