তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, সরকার ৭ দিনের মধ্যে পদক্ষেপ নেবে
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল উপস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলন শেষ করার সিদ্ধান্ত নেন। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে, আগামী সাত দিনের মধ্যে এই ইস্যুতে পদক্ষেপ নেয়া হবে।
এর আগে, কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা ঢাকার মহাখালী রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করেন, যার ফলে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি শান্ত করতে শিক্ষামন্ত্রণালয়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর তাদের দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়।
আপনার মতামত লিখুন