মাইকেল বেভানকে অস্ট্রেলিয়ার হল অব ফেমে যুক্ত করা হয়েছে

অস্ট্রেলিয়ার ক্রিকেট হল অব ফেমে এবার জায়গা পেয়েছেন মাইকেল বেভান। ‘দ্য ফিনিশার’ খ্যাত এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটারকে এই মর্যাদা দেওয়া হয়েছে নিয়মে পরিবর্তন এনে।
বেভান, যিনি টেস্টে সাদাটামা ক্যারিয়ার থাকলেও সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান, ২৩২ ওয়ানডে ম্যাচে ৫৩.৫৮ গড়ে ৬ হাজার ৯১২ রান করেছেন। তার ব্যাটিং দক্ষতা এবং স্নায়ুর দৃঢ়তা অস্ট্রেলিয়াকে অনেক জয়ে নেতৃত্ব দিয়েছে।
হল অব ফেম কমিটির চেয়ারম্যান পিটার কিং বলেন, “মাইকেল বেভানের ব্যতিক্রমী রেকর্ড এবং তার জন্য মানুষের পক্ষে ইতিবাচক অবস্থান আমাদের নিয়ম পর্যালোচনা করতে পরিচালিত করেছে।” তিনি আরও বলেন, “ওয়ানডে কিংবা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ পারফর্ম করা ক্রিকেটারদেরও সাদা বলের ক্রিকেটে প্রভাব তৈরি করা ক্রিকেটারদের মতোই স্বীকৃতি পাওয়া উচিত।”
বেভান প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩৭ ম্যাচ খেলেছেন, যেখানে ৬৮ সেঞ্চুরি এবং ৮১ ফিফটির সাহায্যে ৫৭.৩২ গড়ে ১৯ হাজার ১৪৭ রান করেছেন।
আপনার মতামত লিখুন