যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ
যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

চলতি বছরকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি বলেন, “দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া যাবে না।”

তিনি নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে একটি বিশেষ কমান্ড সেন্টার স্থাপনের ওপর গুরুত্ব দেন, যা পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর কার্যক্রমও সমন্বিতভাবে পরিচালনা করবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা উসকে দিতে প্রচুর অর্থ ব্যয় করছে। এ ছাড়া মানবাধিকার সুরক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা এবং আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।