সান্টোরিনিতে ভূমিকম্প, পর্যটকরা নিরাপদ স্থানে চলে গেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
সান্টোরিনিতে ভূমিকম্প, পর্যটকরা নিরাপদ স্থানে চলে গেছেন

গ্রিসের সান্টোরিনি দ্বীপে রাতভর নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার ফলে বাসিন্দারা এবং পর্যটকরা বাইরে ঘুমাতে বাধ্য হয়েছেন। কিছু মানুষ বিমান বা ফেরি দিয়ে দ্বীপ ছেড়ে চলে গেছেন।

রোববার বিকেলে ২০০টিরও বেশি স্বল্পমাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৪.৬ মাত্রার। সোমবার সকাল ৭টা ১০ মিনিটে সান্তোরিনির কাছে ছোট দ্বীপ আনাফির উত্তর-পশ্চিমে ৪.২ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

অনেক লোক তাদের গাড়িতে বা কর্তৃপক্ষের নির্ধারিত নিরাপদ স্থানে রাত কাটিয়েছেন, এবং দ্বীপের স্কুলগুলো একদিন বন্ধ রাখা হয়েছে। গ্রিক কর্তৃপক্ষ জনগণকে পরিত্যক্ত ভবন, খালি সুইমিং পুল এবং বড় সমাবেশ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।