সোনারগাঁয়ে পানাম সেতুর রক্ষায় মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
সোনারগাঁয়ে পানাম সেতুর রক্ষায় মানববন্ধন

নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ের মুঘল আমলের পানাম সেতুর রক্ষায় মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার সকালে পানাম এলাকায় ধংসপ্রায় পানাম সেতুর পাশে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী এবং এখানকার ঐতিহাসিক সেতুর সংস্কারের জন্য প্রশাসনের নজর দেওয়ার আহ্বান জানান। বক্তারা জানান, পানাম সেতুটি অযত্ন অবহেলার কারণে ধ্বংসের মুখে, যা দ্রুত সংস্কার প্রয়োজন। তারা সোনারগাঁর ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।