বাংলাদেশ জাতীয় হকি দলের নতুন প্রধান কোচ আ ন ম মামুন উর রশিদ
![বাংলাদেশ জাতীয় হকি দলের নতুন প্রধান কোচ আ ন ম মামুন উর রশিদ](https://timesbarta.com/wp-content/uploads/2025/02/news_1738585872671.webp)
আগামী এশিয়ান হকি ফেডারেশন কাপের প্রস্তুতি শুরু করতে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আ ন ম মামুন উর রশিদ। হকি ফেডারেশন সোমবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে। সহকারী কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান বিপ্লব এবং ট্রেনার হিসেবে থাকছেন আলমগীর ইসলাম।
এশিয়ান হকি ফেডারেশন কাপের এই টুর্নামেন্টে বাংলাদেশ চারবার চ্যাম্পিয়ন হয়েছে এবং এবারও তারা ট্রফি জেতার প্রত্যাশা করছে। আগামী এপ্রিল মাসে জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়ান হকি ফেডারেশন কাপ।
মামুন এর আগে ২০১৫ সালে সিঙ্গাপুরে ওয়ার্ল্ড লিগ রাউন্ড-টু-এ সিনিয়র জাতীয় দলের কোচ ছিলেন। ৯ বছর পর আবারও জাতীয় দলের কোচ হিসেবে ফিরে আসায় তিনি খুবই আনন্দিত। মামুন জানান, যদিও এশিয়ান হকি ফেডারেশন কাপের দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে ভাবছেন না, তবে তিনি পুরোপুরি ফেডারেশনের প্রত্যাশা পূরণ করতে চান।
আপনার মতামত লিখুন