অবৈধ ই-মানি সৃষ্টির অভিযোগে ‘নগদ’ এর সাবেক এমডি তানভীর এ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

নিয়ম লঙ্ঘন করে অবৈধ ই-মানি (ইলেকট্রনিক ট্রান্সফারযোগ্য অর্থ) সৃষ্টি করার অভিযোগে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত ৬৪৫ কোটি টাকার অবৈধ ই-মানি সৃষ্টি করে লেনদেন করার দায়ে এ মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক মামলাটি দায়ের করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমে জানান, ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ নগদের বিরুদ্ধে এ মামলা করেছে।
মামলায় ২৪ জনের নাম রয়েছে, যাদের মধ্যে ৯ জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নগদে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছিল।
আপনার মতামত লিখুন