আজ ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
আজ ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত।

শুরায়ি নেজামের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা ও শুরায়ি নেজামের শীর্ষ মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ, মাওলানা জামাল ও অন্যান্য আলেমরা বিভিন্ন বয়ান করেন। আজ সকালে ভারতের মাওলানা ফারুক ও মাওলানা আব্দুর রহমান বয়ান দেবেন, এর পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মাওলানা ইব্রাহীম দেওলা।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলেও, দ্বিতীয় ধাপ আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের আয়োজনের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।