ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে, তবে চিকিৎসা ব্যবস্থা এখনও দুর্বল।

বাংলাদেশে ক্যানসার রোগী বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে প্রতি লাখে ১০৬ জন ক্যানসার আক্রান্ত। নতুন করে প্রতি লাখে ৫৩ জন ক্যানসার ধরছে, যা দেশে মোট মৃত্যুর ১২ শতাংশের জন্য দায়ী। ৩৮ প্রকারের ক্যানসার শনাক্ত হয়, যার মধ্যে স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালী এবং জরায়ুমুখ ক্যানসার বেশি ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানাচ্ছে, ২০৫০ সালে দেশের ক্যানসার রোগীর সংখ্যা ২০২২ সালের তুলনায় দ্বিগুণ হতে পারে।
তবে, দেশে ক্যানসারের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ছাড়া অন্যান্য হাসপাতালগুলোতে খুবই সীমিত চিকিৎসা সেবা রয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল এবং শয্যার ঘাটতি রয়েছে। বর্তমানে দেশে ১৭০টি ক্যানসার সেন্টারের প্রয়োজন হলেও, মাত্র ২২টি সেন্টার রয়েছে, এর মধ্যে অধিকাংশ ঢাকায়।
বিশ্ব ক্যানসার দিবসে ক্যানসারের সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি চলছে। দেশের ক্যানসার চিকিৎসা ব্যয়বহুল, এবং দরিদ্র রোগীরা বেশি আক্রান্ত হচ্ছেন। অনেক পরিবার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এছাড়া, পরিবেশগত কারণে এবং ভেজাল খাদ্যের কারণে ক্যানসারের হার বাড়ছে।
এদিকে, বিএসএমএমইউর এক গবেষণায় বলা হয়েছে, দেশে ক্যানসারের সঠিক তথ্য সংগ্রহের জন্য একটি জনসংখ্যাভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি প্রতিষ্ঠা প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করছেন, সময়মতো ক্যানসার নির্ণয় ও চিকিৎসা দিলে অনেক রোগী সুস্থ হয়ে উঠতে পারে, তবে বর্তমানে দেশের ক্যানসার চিকিৎসা অবহেলিত। এ বিষয়ে চিকিৎসাব্যবস্থার উন্নতি এবং প্রসার ঘটানোর দাবি উঠেছে।
আপনার মতামত লিখুন