গাজায় যুদ্ধবিরতি চলাকালে পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত

গাজায় যুদ্ধবিরতি চলাকালে পশ্চিমতীরে ইসরাইলি সেনারা গুলি করে হত্যা করেছে আরও এক ফিলিস্তিনি অস্ত্রধারীকে। অভিযোগ রয়েছে, তিনি একটি সামরিক চেকপয়েন্টে গুলি করেন, যার ফলে ইসরাইলের দুই সেনা সদস্য নিহত এবং কয়েকজন সেনা আহত হন। এর পরই ইসরাইলি সেনারা তাকে গুলি করে হত্যা করে।
এমন পরিস্থিতিতে, মঙ্গলবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা ছিল ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চলমান থাকবে এর কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই।
এদিকে, লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরাইল সীমান্তের কাছে মারজায়ূন উপত্যকায় একটি স্যুয়ারেজ পরিশোধন কেন্দ্র ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। বুলডোজার চালিয়ে আশপাশের গাছপালা এবং কৃষিজমি ধ্বংস করা হয়েছে। এছাড়া, হুলা শহরের পূর্ব পাশে বাড়িঘরে আগুন দেয়া হয়েছে এবং দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এবং ইকলিম তুফফার আকাশে ইসরাইলি যুদ্ধবিমান মহড়া দিয়েছে।
এনএনএ আরও জানায়, আল জাবিন শহরে ইসরাইলি ড্রোন দুটি সাউন্ড বোমা নিক্ষেপ করেছে। লেবানন বর্তমানে তাইবিয়ে শহরে সেনা মোতায়েন শুরু করেছে। অন্যদিকে, প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব নামের এনজিও এক বিবৃতিতে জানায়, গাজায় ১৯শে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে পশ্চিম তীরে অন্তত ৩৮০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি সেনারা।
আপনার মতামত লিখুন