গাজার আহতদের চিকিৎসা সহায়তা ও শিক্ষাব্যবস্থায় ভূমিকা রাখতে চায় জাপান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
গাজার আহতদের চিকিৎসা সহায়তা ও শিক্ষাব্যবস্থায় ভূমিকা রাখতে চায় জাপান

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তার সরকার গাজা উপত্যকার আহত ও অসুস্থ ফিলিস্তিনিদের জাপানে চিকিৎসা সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি, গাজার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুযোগ দিতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, কিয়োডো নিউজ এজেন্সির বরাতে সংসদীয় অধিবেশনে ইশিবা বলেন, “গাজায় আহত বা অসুস্থ ব্যক্তিদের জাপানে এনে চিকিৎসার ব্যবস্থা করার উপায় খুঁজে বের করার চেষ্টা করছি।” এছাড়া, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য জাপানি বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ স্কলারশিপ কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

গত মাসে মালয়েশিয়া সফরে ইশিবা ঘোষণা করেছিলেন, ফিলিস্তিনের উন্নয়নে সহায়তা করবে জাপান। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, গাজায় যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল, স্কুল ও মসজিদ পুনর্নির্মাণে জাপানের সঙ্গে যৌথভাবে একটি তহবিল গঠন করা হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৪৭,৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১১,৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া, ইসরায়েলি হামলায় ১১,০০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এখনো কোনো দেশ সেই আদেশ কার্যকর করার সাহস দেখায়নি।