ছাত্রদল ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ
ছাত্রদল ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে ছাত্রদল এই কর্মসূচি আয়োজন করবে। এছাড়া, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছাত্রসমাজকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।