জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমেছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

২০২৪ সালের জানুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ২.২ শতাংশ কমে ১০.৭২ শতাংশে দাঁড়িয়েছে, যা ডিসেম্বর মাসে ছিল ১২.৯২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেয়া তথ্যে জানা গেছে, এই কমতির পেছনে শীত মৌসুমে পণ্যের সরবরাহ বৃদ্ধি ভূমিকা রেখেছে। খাদ্যপণ্যের দাম কমার ফলে চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা এবং তামাকজাতীয় পণ্যের দামও কমেছে।
এদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জানুয়ারিতে সামান্য বেড়ে ৯.৩২ শতাংশে পৌঁছেছে, যা ডিসেম্বর ছিল ৯.২৬ শতাংশ। এর ফলে, জানুয়ারি মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশে নেমে এসেছে, যা ডিসেম্বর মাসে ছিল ১০.৮৯ শতাংশ।
আপনার মতামত লিখুন