জাবিতে পোষ্য কোটা বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
জাবিতে পোষ্য কোটা বাতিল করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের জন্য শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২:১৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপস্থিতিতে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এই ঘোষণা দেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি বৈঠকে পোষ্য কোটা বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল, এবং তাদের দাবির পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।