ট্রাম্প প্রশাসনের কড়া পদক্ষেপ: সামরিক বিমানে ভারতীয়সহ অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ণ
ট্রাম্প প্রশাসনের কড়া পদক্ষেপ: সামরিক বিমানে ভারতীয়সহ অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর থেকে ‘অবৈধ অভিবাসন’ এবং অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প প্রশাসন কলম্বিয়া ও বেশ কয়েকটি দেশে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পদক্ষেপ গ্রহণ করেছে। এবার, ভারতীয় অভিবাসীদের সামরিক বিমানে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজ সম্প্রতি সামরিক বিমানে অভিবাসীদের ফেরত পাঠানোর ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, অভিবাসীদের সারিবদ্ধভাবে বিমানে তোলা হচ্ছে। এর আগেও গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশগুলোতে ট্রাম্প প্রশাসন সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছে।

এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘ভারত সঠিক কাজ করবে’। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওও আলোচনা করেছেন এবং জানানো হয়, অবৈধভাবে আমেরিকায় বসবাস করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে ভারত কোনও আপত্তি নেই।

পিউ রিসার্চ রিপোর্ট ২০২৪ অনুযায়ী, আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের মধ্যে ভারতীয়রা তৃতীয় বৃহত্তম। মেক্সিকো ও সালভাদোরের পর ভারতীয়দের স্থান রয়েছে। গত বাইডেন প্রশাসন ২০২৪ অর্থবর্ষে ১৫০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছিল, এবং ২০২৪ সালে ১৯২টি দেশের ২,৭০,০০০ পরিযায়ীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, যার মধ্যে ১৫২৯ জন ভারতীয় ছিলেন।

সম্প্রতি, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট নিউ ইয়র্ক এবং নিউ জার্সির একাধিক গুরুদ্বারে অভিযান চালিয়েছে, যেখানে শিখ সম্প্রদায়ের অবৈধভাবে বসবাসরত সদস্যদের চিহ্নিত করা হয়। এর আগে, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালানো নিষিদ্ধ ছিল, তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর সেই নিয়ম বাতিল করে দিয়েছে।