দেশে ৮০ শতাংশ গয়নার দোকান ভ্যাট পরিশোধ করে না।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
দেশে ৮০ শতাংশ গয়নার দোকান ভ্যাট পরিশোধ করে না।

বাংলাদেশে প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে, তবে তাদের মধ্যে মাত্র ৮ হাজার (২০%) প্রতিষ্ঠানই ভ্যাট নিবন্ধন করেছে, অর্থাৎ ৮০% গয়নার দোকান ভ্যাট পরিশোধ করছে না। এই পরিস্থিতি মোকাবিলায় রাজস্ব আদায় বৃদ্ধি করার উদ্দেশ্যে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব জুয়েলারি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন এবং ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা ভ্যাট মেশিন স্থাপন করতে নির্দেশ দিয়েছে।

এনবিআর জানিয়েছে, ঢাকাসহ ১৮টি জেলার সব গয়নার দোকানে ইএফডি মেশিন বসানো হবে এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠানোর মাধ্যমে ভ্যাট নিবন্ধন এবং মেশিন স্থাপনে উৎসাহিত করা হবে। এনবিআরের কর্মকর্তারা গত সপ্তাহে জুম প্ল্যাটফর্মে একটি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এছাড়া, জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে বাজুসের সদস্যপদ নিতে সহযোগিতা করবেন ভ্যাট কমিশনাররা। ঢাকা ও চট্টগ্রামের ব্যবসাপ্রতিষ্ঠানে ২০১৯ সালে পরীক্ষামূলকভাবে ইএফডি মেশিন স্থাপন করা হয়েছিল, তবে করোনার কারণে তা বাধাগ্রস্ত হয়। বর্তমানে ২০২৩ সালে পুরোপুরি কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে, যার প্রথম বছরে ৬০ হাজার এবং পরবর্তী পাঁচ বছরে তিন লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে ইএফডি স্থাপনের লক্ষ্য রয়েছে।