দ্বিতীয় মাসেও বই পায়নি শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ণ
দ্বিতীয় মাসেও বই পায়নি শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও প্রাথমিক স্তরের ৪০ কোটি ১৫ লাখ বই সরবরাহের কথা থাকলেও, ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে মাত্র ১৮ কোটি ১৫ লাখ, অর্থাৎ ২২ কোটি বই এখনও বিতরণ করা হয়নি। ইতোমধ্যে এক মাসেরও বেশি সময় চলে গেছে শিক্ষাবর্ষের। পূর্বে বই সরবরাহ নিয়ে সমস্যা হলেও এতটা গুরুতর পরিস্থিতি দেখা যায়নি। এনসিটিবি জানিয়েছে, এ বছর কিছু বইয়ের পাঠক্রম পরিবর্তন হওয়ায় বই পৌঁছাতে দেরি হচ্ছে। এক বা দুই সপ্তাহের দেরি হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু শিক্ষাবর্ষের দ্বিতীয় মাসেও অধিকাংশ বই না পৌঁছানো প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের ব্যর্থতা প্রকাশ করছে।